অনুবাদকদের জন্য বিশ্বের সর্ববৃহৎ পরিষেবা প্রদানকারী ProZ.com হল এর সদস্যদের নৈপুণ্য বৃদ্ধিকারী আবশ্যক পরিষেবা, রিসোর্স ও অভিজ্ঞতার সমন্বিত নেটওয়ার্ক। এখানে সবচেয়ে মৌলিক বৈশিষ্ট্যসমূহের তালিকা ও সারসংক্ষেপ দেয়া হল।
KudoZ নেটওয়ার্ক অনুবাদক এবং অন্যান্যদের জন্য এমন এক পরিকাঠামো প্রস্তুত করে যেখানে শব্দাবলী বা সংক্ষিপ্ত বাক্যের অনুবাদ অথবা ব্যাখার মাধ্যমে একে অপরকে সাহায্য করতে পারে। আজ পর্যন্ত অনুবাদ সম্পর্কিত 3,905,067 প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। এই সব প্রশ্ন আর সুপারিশকৃত অনুবাদসমূহের মাধ্যমে একটি খুব কাজের অনুসন্ধানযোগ্য আর্কাইভ তৈরি হয়েছে।
ProZ.com হল অনুবাদকদের জন্য নতুন গ্রাহক পাওয়ার প্রধান উৎস। এখানে জব সিস্টেমের মাধ্যমে অনুবাদ ও দোভাষীর কাজ পোস্ট করা হয় এবং আগ্রহীরা এর ভিত্তিতে দর-প্রস্তাব পেশ করতে পারে। এখানে কাজ পোস্ট করার পদ্ধতি ছাড়াও ফ্রীল্যান্স অনুবাদক ও দোভাষীদের জন্য অনুসন্ধানযোগ্য নির্দেশিকা রয়েছে, যা ভাষা-ভিত্তিক পেশাজীবী পাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে।
বিশ্বজুড়ে ProZ.com-এর সম্মেলন, প্রশিক্ষণ অধিবেশন (অন-লাইন ও অফ-লাইন) ও পউওউ (কাছাকাছি অবস্থান করা ProZ.com ব্যবহারকারীদের অনানুষ্ঠানিক পুনর্মিলনী) অনুষ্ঠিত হচ্ছে। এসব ইভেন্ট আপনার দক্ষতা বৃদ্ধি, নতুন পেশাজীবীদের সঙ্গে সংযোগ সাধন, ও আনন্দ পাওয়ার চমৎকার উপায়।
ব্লু বোর্ড হ'ল পরিষেবাদানকারী অনুবাদকদের মন্তব্য সহ ভাষা সংক্রান্ত কাজের আউটসোর্সারদের এক অনুসন্ধানযোগ্য ডেটাবেস। যে ProZ.com ব্যবহারকারীরা কোন বিশেষ আউটসোর্সারের সঙ্গে কাজ করেছেন তাঁরা অধিকার পান প্রদত্ত আউটসোর্সারের সঙ্গে "আবার কাজ করতে ইচ্ছুক" বিষয়ে মন্তব্য সহ অনুক্রমিক 1 থেকে 5 পর্যন্ত নম্বর দেওয়ার। নতুন কোন ক্লায়েন্টের থেকে কাজ গ্রহণ করার আগে ব্লু বোর্ড দেখে নেওয়াটা ভাল অভ্যাস যাতে 15,000 -এর বেশি আউটসোর্সার অনর্ভুক্ত আছে৷
স্থানীয়করণ, CAT উপকরণ বিষয়ে কৌশলগত সহায়তা, প্রতিষ্ঠিত হওয়া, সাবটাইটল প্রদান, ইত্যাদি বিষয় সম্পর্কিত ফোরামে অনুবাদক বা দোভাষী হওয়া সম্পর্কে আলোচনা করুন।