সাইটের বিধি
ProZ.com ব্যবহার করার নিয়মাবলী
ProZ.com ট্রান্সলেশন ওয়ার্কপ্লেসের মনোরম,ফলাফল-মুখী পরিবেশ প্রসারিত করতে এবং রক্ষা করতে নিম্নলিখিত নিয়মগুলি তৈরী হয়েছে। এই সাইট ব্যবহারের মাধ্যমে এই নিয়মগুলি এবং তা পালনের চুক্তি সম্পর্কে আপনার সম্মতি প্রকাশ পায়।
বিভাগ
সাইটের নিয়ম
1.1 |
ProZ.com-এর প্রবিষ্টিপ্রণালী উপলব্ধ করানো হয়েছে কেবলমাত্র ভাষাব্য়বসায়ীদের রুচিনুরূপ কাজের ঘোষণা করিবার জন্য় |
এমন প্রবিষ্টি অমান্য় যা কাজ প্রসঙ্গে নয় অথবা এমন কাজের প্রসঙ্গে যা অনুবাদক, ব্য়াখাকারক অথবা অন্য়ান্য় ভাষাবিদদের রুচির নয় | |
1.2 |
প্রবিষ্টি হতে হবে মূল্য় দিয়ে ক্রীত কাজের জন্য় |
প্রবিষ্ট কাজের জন্য় প্রবিষ্টকারীর নিকট হইতে ভাবী সেবাপ্রদাতার নিকট মূল্য়ান্তরণ হওয়া আবশ্য়ক | (অপবাদ : পঞ্জীকৃত নির্লাভ সংস্থান (লিংক আবশ্য়ক) বিনামূল্য়ের কাজের প্রবিষ্টি করতে পারে | ) কার্য্য়প্রবিষ্টি ফর্মের উপযোগ কোন সেবার বিজ্ঞাপণের জন্য় করা যেতে পারে না; কোন ক্ষেত্রেই কার্য্য়প্রবিষ্টকারীর প্রতি কোনরূপ মূল্য়দানের প্রস্তাবনা করা যেতে পারে না | |
1.3 |
কার্য্য়প্রবিষ্টিতে অপ্রিয় বিষয় রাখা যাবে না |
এমন বিষয়বস্তু যা রাজনৈতিক, বয়ঃপ্রাপ্তোপযোগী, অথবা অন্য়রূপে অপ্রিয় হওয়া সম্ভাব্য়, কার্য্য়প্রবিষ্টির মুখ্য়ভাগের অঙ্গ হতে পারে না | |
1.4 |
অহেতুক অকাধিক প্রবিষ্টি করা যাবে না |
একটি কাজ একবার মাত্রই প্রবিষ্ট করা যেতে পারে, যদি না কার্য্য়প্রবিষ্টিপ্রণালীর সিমাবদ্ধতার দরুন একাধিক প্রবিষ্টি আবশ্য়ক হয়ে যায় | (একটি প্রবিষ্টিতেই একটি প্রযোজনার একাধিক ভাষাযুগল বিজ্ঞাপিত করা যেতে পারে | ) |
1.5 |
একটি মাসে CV-র জন্য় (অর্থাত "সম্ভাব্য় কাজ" প্রবিষ্টি) একটি ডাকসমূহ অনুমোদিত |
সম্ভাব্য় সেবাপ্রদাতাদের ডক দেওয়ার জন্য় প্রবিশ্টি, হাতে কোন কাজ না থাকলে, মাসে একবার করে সীমাবদ্ধ | প্রতি ডাকে পা~ম্চটি করে কার্য্য়প্রবিষ্টি করা যেতে পারে | (দৃষ্টব্য় : নীলপট্টিকা দ্বারা সম্ভব ইপ্সিত দক্ষতার ইঙ্গীতি দেওয়া এবং নিরন্তর আবেদন সংগ্রহ করা |) |
1.6 |
গোপনীয়তার সম্মান করিবার দায়িত্ত্ব প্রবিষ্টিকারীর |
কর্য্য়প্রবিষ্টি ফর্ম সংবেদন্শীল কাজের বিজ্ঞাপণ হেতু প্রয়োগ করিবেন না | এর জন্য় বিবেচনা করুন নির্দেশিকা উপয়োগ করে উপযুক্ত সেবাপ্রদাতা খুঁজে বাহির করুন এবং তাহাদের সরাসরি যোগাযোগ করুন | |
1.7 |
কার্য্য়প্রবিষ্টি প্রাসঙ্গিক অধিকারক্ষেত্রের বিধানানুকুল হওয়া আবশ্য়ক |
প্রবিষ্টিকে প্রাসঙ্গিক অধিকারক্ষেত্রের এবং ProZ.com-এর অধিকারক্ষেত্রের বিধানানুকুল করিবার দায়িত্ত্ব প্রবিষ্টিকারীর নিজের | |
1.8 |
অন্য় কোন তৃতীয় পক্ষের জন্য় কার্য্য়প্রবিষ্টি করা যাবে না |
কার্য্য়প্রবিষ্টি প্রণালী কেবলমাত্র নিকের কাজের প্রবিষ্টির জন্য় উপয়োগ করুন | |
1.9 |
সমস্ত আবশ্য়ক যোগাযোগ সূচনা দিয়ে দিতে হবে |
কার্য্য়প্রবিষ্টিতে অনিবার্য্য় উল্লিখিত যোগাযোগ সূচনা দিতে হবে | অসম্পূর্ণ সূচনাযুক্ত কার্য্য়প্রবিষ্টি ProZ.com কর্মচারী অথবা মঞ্চাধিপতি দ্বারা সরিয়ে দেওয়া যেতে পারে | (দৃষ্টব্য়: কিছু নির্দিষ্ট যোগাযোগ সূচনা কর্য্য়র সাথে সার্বজনীন নাও করা যেতে পারে তবে সেই সূচনা ProZ.com-এর ফাইলে থাকা আবশ্য়ক | |
1.10 |
মূল্য়দান প্রতিবদ্ধতার পোষণ করতে হবে |
যদি কোন অনুবাদক্রেতার নিকটে হতে স্বীকৃত মূল্য় পাওয়া না যাওয়ার সমাচার প্রাপ্ত হয় (ProZ.com দ্বারা অথবা অন্য় কোন মাধ্য়ম দ্বারা আরম্ভ কোন প্রযোজনা জন্য়) তাহলে সেই অনুবাদক্রেতাকে কোন কার্য্য়প্রবিষ্টি করতে দেওয়া হবে না | |
1.11 |
প্রকাশিত হয়ে যাওয়ার উপরান্তে কার্য্য়প্রবিষ্টি সম্পাদিত করা যাবে না |
(তবে, টীকা সংযোজন করা যায় | ) |
1.12 |
কার্য্য়প্রবিষ্টিতে দর অথবা মূল্য়দান সম্বন্ধে প্রসঙ্গাতীত টিপ্পণী থাকতে পারে না |
কার্য্য়প্রবিষ্টিকারিদের অনুমতি আচে প্রবিষ্টি করিবার সময় তাহাদের ব্য়য়ক প্রকাশ করিবার | তবে, দর সম্বন্ধে প্রসঙ্গাতীত টিপ্পণী করা অননুমোদিত | |
উপরোক্ত নিয়মসমূহ পালনের শর্তে সাইটে প্রবেশাধিকার ও ব্যবহারের অধিকার বজায় রাখা যাবে।
বলবৎ করাস্টাফ সদস্য ও মডারেটররা উপরোক্ত নিয়ম জারী করতে নিম্নলিখিত যে কোন পদক্ষেপ নিতে পারেনঃ
* নির্দিষ্ট নিয়মের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে সাইট ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করা
* নিয়মভঙ্গকারী কোন পোস্টিং-এর অনুমোদন (বা বিলোপ/লুকানো) থেকে বিরত থাকা
* তাদের দ্বারা কোন পদক্ষেপ নেওয়ার সময় নিয়ম সম্পর্কিত বার্তা কোন ব্যবহারকারীর সামনে প্রদর্শন করা
* নিয়মভঙ্গে ব্যবহৃত সাইট বৈশিষ্ট্যে প্রবেশাধিকার সাময়িকভাবে অথবা বরাবরের জন্য নিষিদ্ধকরণ।
* প্রোফাইল বা সদস্যপদের সমাপন (শুধুমাত্র স্টাফ)
মডারেটর এবং কর্মীদের সাইটের নিয়মাবলী অন্য সদস্যদের মত ঠিক একই ভাবে মেনে চলতে হবে, এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। সমাপন
চরম লংঘনের মত বিরল ক্ষেত্রে ProZ.com স্টাফ সদস্যতার সঙ্গে সঙ্গে প্রোফাইল (এবং সদস্যপদের) সমাপন ঘটাতে পারেন। বেশীর ভাগ ক্ষেত্রে, সমাপনের জন্য, ফুটবল/সকার খেলায় যেরকম হলুদ কার্ড/লাল কার্ডের ব্যবহার আছে, সেরকম ProZ.com "হলুদ কার্ড/লাল কার্ড" নীতি ব্যবহার করে।
শুধুমাত্র স্টাফ সদস্যগণ হলুদ কার্ড এবং লাল কার্ড জারী করতে পারেন। নিয়মাবলীর সংখ্যা এবং কার্ড জারী হওয়ার তারিখ উল্লিখিত থাকে। "হলুদ কার্ড" বা "লাল কার্ড" শব্দগুলি স্পষ্টরূপে ব্যবহৃত হয়; যদি ইমেল পাঠানো হয়,subject line-এ শব্দগুলি আসে।
হলুদ কার্ডধারী কোন সাইট ব্যবহারকারী সাইট ব্যবহার করে যেতে পারেন(কোন কোন সময় কিছু প্রতিবন্ধকতার সাথে) কিন্তু যদি আরো উল্লঙ্ঘন পরিলক্ষিত হয় তবে সমাপন অনিবার্য। যে ব্যক্তির প্রোফাইলের সমাপন ঘটে সে আর পুনরায় ProZ.com-এ অন্তর্ভুক্ত হতে পারেনা।
স্পষ্টীকরণ
উপরের কোনো নিয়মাবলী বা নিয়মাবলী বলবৎ করার বিষয়ে কোনো স্পষ্টীকরণের প্রয়োজন হলে, অনুগ্রহ করে একটি সাপোর্ট অনুরোধ জমা দিন।