https://ben.proz.com/member-activities

Member activities


ProZ.com-এ সদস্যদের কর্মকান্ড সম্পর্কে জানুন


অন-লাইন ও অফ-লাইন ইভেন্ট

ProZ.com-এর অন-লাইন ও অফ-লাইন প্রশিক্ষণ অধিবেশনগুলো অনুবাদক, দোভাষী ও ভাষা শিল্পের অন্যান্যদের পেশাগত প্রশিক্ষণ প্রদান করে থাকে। স্ব-স্ব ফিল্ডে নৈপুণ্য প্রদর্শনকারী পেশাজীবীদের মাধ্যমে এসব প্রশিক্ষণ প্রদান করা হয়।


অনুবাদ প্রতিযোগিতা

নিজের দৈনন্দিন রুটিন ও পরীক্ষা থেকে ছুটি নেবার আর সহকর্মীদের সাথে নিজের দক্ষতাকে আরো ঘষামাজা করার এক মজার পথ।


প্রত্যায়নকৃত প্রো-নেটওয়ার্ক

ProZ.com কমিউনিটির এক নতুন উদ্যোগ হ'ল ProZ.com সার্টিফায়েড প্রো নেটওয়ার্ক। এর উদ্দেশ্য হ'ল বিভিন্ন ভাষাযুগলে কর্মরত অনুবাদক ও অনুবাদ কোম্পানীকে চিহ্নিত করা আর তাদের জন্য সম্পূর্ণ পরীক্ষিত পেশাদারদের নিয়ে গঠিত পরিবেশে সহায়তা ও নেটওয়ার্কিং এর সুযোগ দেয়া৷ যারা এই প্রোগ্রামে গৃহীত হবেন তারা "ProZ.com সার্টিফায়েড প্রো" উপাধি ও মোহর পাবেন যা ইচ্ছানুসারে প্রোফাইল পেজ এবং ProZ.com ওয়েবসাইটের ভিতরে-বাইরে সর্বত্র প্রদর্শিত হতে পারে।


পেশাগত আলোচনার ফোরাম

ProZ.com ফোরাম হল ProZ.com ব্যবহারকারীদের তুলনামূলকভাবে অনানুষ্ঠানিক ফরম্যাটে পারস্পরিক আগ্রহের বিষয়ে মুক্ত আলোচনার স্থান।


পরামর্শ কর্মসূচি

ProZ.com পরামর্শ কর্মসূচি হল পূর্ণ সদস্যদেরকে শিক্ষানবিশ গ্রহণে সক্ষম সু-প্রতিষ্ঠিত সদস্যদের সঙ্গে সাক্ষাৎ-এর সুযোগ প্রদানের একটি উদ্যোগ।অন্যান্য কর্মকান্ড


অনুবাদ সম্পর্কিত ভিডিও দেখুন

ProZ.com পরামর্শ কর্মসূচি হল পূর্ণ সদস্যদেরকে শিক্ষানবিশ গ্রহণে সক্ষম সু-প্রতিষ্ঠিত সদস্যদের সঙ্গে সাক্ষাৎ-এর সুযোগ প্রদানের একটি উদ্যোগ।

ওয়েবিনার, একান্ত ক্লাস, প্রশিক্ষণ অধিবেশন, সম্মেলন ইত্যাদির মত অনুবাদ সম্পর্কিত ভিডিও ও আরো অনেক কিছু৷সাইট-এর রূপরেখা

ProZ.com-এ পাওয়া যায় এমন ফিচারগুলোর রূপরেখা