সাইটের বিধি
ProZ.com ব্যবহার করার নিয়মাবলী
ProZ.com ট্রান্সলেশন ওয়ার্কপ্লেসের মনোরম,ফলাফল-মুখী পরিবেশ প্রসারিত করতে এবং রক্ষা করতে নিম্নলিখিত নিয়মগুলি তৈরী হয়েছে। এই সাইট ব্যবহারের মাধ্যমে এই নিয়মগুলি এবং তা পালনের চুক্তি সম্পর্কে আপনার সম্মতি প্রকাশ পায়।
বিভাগ
সাইটের নিয়ম
2.1 |
অন্য়ান্য় সাধন নিঃশেষিত হয়ে যাওয়ার উপরান্তেই KudoZ-এর প্রয়োগ করা উচিত পদানুবাদ সহায়তা অনুরোধ হেতু |
উপ্লব্ধ সাধনে অঙ্গীভূত KudoZ অভিলেখাগার (প্রধান মেনু থেকে KudoZ GREATER_THAN ProZ.com পদ অন্বেষণ), শব্দকোষ, অন্বেষণযন্ত্র, ইত্য়াদি | অনুবাদ যদি অন্য়ত্র পাওয়া যায় এবং তাসত্ত্বেও যদি KudoZ-এ প্রশ্ন করিবার সংকল্প করা হয়, তাহলে প্রবিষ্টিতে সম্মিলিত করতে হবে অন্য়ত্রে পাওয়া সেই সূচনা এবং কিরূপ অধিক সূচনা অনুনয় করা হচ্ছে তাহার স্পষ্টিকরণ | |
2.2 |
KudoZ দ্বারা অনুবাদিত পাঠ্য়ের শব্দসীমা গড়পড়তা ১০ (দশ)টি শব্দে নিবদ্ধ হওয়া আবশ্য়ক |
দীর্ঘতর পাঠ্য়ের জন্য় উপরোধ করা হচ্ছে নির্দেশিকা অথবা কার্য্য়প্রবিষ্টিপ্রণালি দ্বারা উপযুক্ত ভাষাব্য়বসায়ীকে খুঁজে বাহির করা | |
2.3 |
একটি প্রশ্নে একটি পদ অনুমত |
একটি KudoZ প্রবিষ্টিতে অনুবাদ হেতু অকাধিক পদ সম্মিলিত করলে শব্দকোষের প্রবিষ্টিসৃষ্টি প্রক্রিয়াতে বাধা আসে |
2.4 |
প্রতিটি প্রশ্নর জন্য় যথেষ্ট প্রসঙ্গ দিতে হবে |
যেখানে প্রসঙ্গ নেই, সেখানে বিষয়ক্ষেত্র ও প্রলেখের ধরণ প্রকট করতে হবে | এমন পঙ্ক্তি বা অনুচ্ছেদ, যেখানে পদটি প্রকট, উল্লেখ করে দিলে সাহায্য় হয় | |
2.5 |
KudoZ প্রশ্নের সঠিক বর্গীকরণ আবশ্য়ক |
প্রশ্ন প্রবিষ্ট করিবার সময় যত্ন নিতে হবে ভাষাযুগল, প্রবর (PRO অথবা non-PRO) এবং সাধারণ ও সর্বোপযুক্ত বিস্তৃত বিষয়ক্ষেত্র চয়নে | যেক্ষেত্রে অধিক বিশিষ্ট ক্ষেত্র প্রযোজ্য় সেক্ষেত্রে "সাধারণ" এবং "অন্য়ান্য়" বিষয়ক্ষেত্র প্রয়োগ করা যাবে না | |
2.6 |
প্রশ্নকারীদের প্রশ্ন সমাপ্ত করতে হবে |
সর্বোপরি উপযোগী উত্তর চযন করে (এবং তাহার জন্য় অংক প্রদান করে, যদি না প্রশ্নটিকে "অংকের জন্য় নয়"-রূপে উপস্থাপিত করা হয় থাকে) প্রশ্ন সমাপ্ত করতে হবে | উচিত সময়াবধির মধ্য়ে প্রশ্নটি সমাপ্ত না করলে প্রশ্নকারীকে আর প্রশ্ন করিবার অনুমতি দেওয়া হবে না | (দৃষ্টব্য়: যেক্ষেত্রে কোন উত্তরই উপযোগী মান্য় হয়নি, সেক্ষেত্রে উপযোগী উত্তরের চয়ন না করেই প্রশ্ন সমাপ্ত করে দেওয়া যেতে পারে | ) |
2.7 |
প্রশ্ন সমাপ্ত করিবার সময় শব্দকোষে প্রবিষ্টি করতে হবে |
প্রশ্ন সমাপ্ত করিবার সময় প্রশ্নকারীর নিকটে অপেক্ষিত শব্দকোষে প্রবিষ্টি করা - মূল ও লক্ষ্য় পদ দুটিরই শব্দকোষ প্রারূপে - উপলব্ধ ফর্মের প্রয়োগ করে | এমন প্রশ্ন অব্য়াহিত যেগুলিকে শব্দকোষে সম্মিলিত করা যায় না | |
2.8 |
KudoZ-এ প্রতিদিনে ও প্রতি সপ্তাহে কটা প্রশ্ন প্রবিষ্ট করা যেতে পারে তার একটা সীমা আছে |
প্রশ্নকারীর সদস্য়তা অবস্থার আধারে স্বয়ংক্রীয়ভাবে সীমা আরোপিত করা হয় | এই সীমা এড়াবার করিবার প্রচেষ্টা নিষিদ্ধ | |
2.9 |
Guidelines:
"Help" KudoZ should be used for requesting terms help after having searched the KudoZ term search and other resources. When asking a question, sufficient context should be provided. Even when there is no other context, the subject area and type of document should be indicated. It can be helpful to enter sentences or paragraphs where the term in question occurs. See a more detailed description here. |
উপরোক্ত নিয়মসমূহ পালনের শর্তে সাইটে প্রবেশাধিকার ও ব্যবহারের অধিকার বজায় রাখা যাবে।
বলবৎ করাস্টাফ সদস্য ও মডারেটররা উপরোক্ত নিয়ম জারী করতে নিম্নলিখিত যে কোন পদক্ষেপ নিতে পারেনঃ
* নির্দিষ্ট নিয়মের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে সাইট ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করা
* নিয়মভঙ্গকারী কোন পোস্টিং-এর অনুমোদন (বা বিলোপ/লুকানো) থেকে বিরত থাকা
* তাদের দ্বারা কোন পদক্ষেপ নেওয়ার সময় নিয়ম সম্পর্কিত বার্তা কোন ব্যবহারকারীর সামনে প্রদর্শন করা
* নিয়মভঙ্গে ব্যবহৃত সাইট বৈশিষ্ট্যে প্রবেশাধিকার সাময়িকভাবে অথবা বরাবরের জন্য নিষিদ্ধকরণ।
* প্রোফাইল বা সদস্যপদের সমাপন (শুধুমাত্র স্টাফ)
মডারেটর এবং কর্মীদের সাইটের নিয়মাবলী অন্য সদস্যদের মত ঠিক একই ভাবে মেনে চলতে হবে, এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। সমাপন
চরম লংঘনের মত বিরল ক্ষেত্রে ProZ.com স্টাফ সদস্যতার সঙ্গে সঙ্গে প্রোফাইল (এবং সদস্যপদের) সমাপন ঘটাতে পারেন। বেশীর ভাগ ক্ষেত্রে, সমাপনের জন্য, ফুটবল/সকার খেলায় যেরকম হলুদ কার্ড/লাল কার্ডের ব্যবহার আছে, সেরকম ProZ.com "হলুদ কার্ড/লাল কার্ড" নীতি ব্যবহার করে।
শুধুমাত্র স্টাফ সদস্যগণ হলুদ কার্ড এবং লাল কার্ড জারী করতে পারেন। নিয়মাবলীর সংখ্যা এবং কার্ড জারী হওয়ার তারিখ উল্লিখিত থাকে। "হলুদ কার্ড" বা "লাল কার্ড" শব্দগুলি স্পষ্টরূপে ব্যবহৃত হয়; যদি ইমেল পাঠানো হয়,subject line-এ শব্দগুলি আসে।
হলুদ কার্ডধারী কোন সাইট ব্যবহারকারী সাইট ব্যবহার করে যেতে পারেন(কোন কোন সময় কিছু প্রতিবন্ধকতার সাথে) কিন্তু যদি আরো উল্লঙ্ঘন পরিলক্ষিত হয় তবে সমাপন অনিবার্য। যে ব্যক্তির প্রোফাইলের সমাপন ঘটে সে আর পুনরায় ProZ.com-এ অন্তর্ভুক্ত হতে পারেনা।
স্পষ্টীকরণ
উপরের কোনো নিয়মাবলী বা নিয়মাবলী বলবৎ করার বিষয়ে কোনো স্পষ্টীকরণের প্রয়োজন হলে, অনুগ্রহ করে একটি সাপোর্ট অনুরোধ জমা দিন।